শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৬:১৯ ২৮ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেন সৌম্য সরকার। পাঁজরের চোটের কারণে লিটন দাস এই সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য।
বিস্তারিত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। তবে জানা গেছে, সৌম্য সরকার এখনও আমিরাতের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য দেশ ছাড়তে পারেন।
এ প্রসঙ্গে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি। ক্রিকেট মহলে মনে করা হচ্ছে, লিটনের জায়গায় সৌম্য সরকার দলে এসে বাংলাদেশকে শক্তিশালী করার চেষ্টা করবেন।
বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য এটা বড় খবর, বিশেষ করে যেখানে সম্প্রতি এশিয়া কাপের পাকিস্তানের কাছে হারের পর ভারত-পাক সমালোচনার মধ্যেও সৌম্য সরকারের খেলার দক্ষতা আলোচনায় ছিল।
