শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৬:৪৫ ২৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেটে বিদেশি কোচদের তালিকা দীর্ঘ হলেও এবার নতুন সম্ভাবনার নাম যুক্ত হল—পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে ওয়াসিম আকরাম ব্যস্ত সময় কাটাচ্ছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে। টিভি শো ও বিভিন্ন মিডিয়াতে তার বিশ্লেষণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য তিনি বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী। তবে তার ব্যস্ততার কারণে দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
ওয়াসিম আকরাম বলেন,
“আমি কিছুদিনের জন্য কাজ করতে পারি। কিন্তু লম্বা সময় কাজ করতে পারব কি না সেটা এখনই বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের মতো একজন উচ্চমানের কোচ আছেন। এছাড়া ফিল সিমন্স, শন টেইটরা ভালো কাজ করছেন।”
এখন দেখার বিষয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই আগ্রহকে কতটা গুরুত্ব দেবে এবং স্বল্প মেয়াদে ওয়াসিম আকরামকে কোচ হিসেবে নিয়ে আসা সম্ভব হবে কি না।
