• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ, দাবি আসিফ মাহমুদের

বিসিবির নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে অভিযোগ, দাবি আসিফ মাহমুদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯ ২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে যখন নানা আলোচনা ও বিতর্ক তুঙ্গে, তখন বিস্ফোরক দাবি করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, বিসিবি নির্বাচন নিয়ে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির কাছেও অভিযোগ গেছে এবং তিনি তা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন।

বুধবার (১ অক্টোবর) এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, “কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। কিন্তু নির্বাচনটা ফিক্স করার চেষ্টাটা ওনারাই করেছেন।”

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, নির্বাচন ঘিরে হুমকির আলামতও পাওয়া গেছে। “আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টস রয়েছে। সেখানে বলা হয়েছে, যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে— ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।”

অনেকে তাকে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করার অভিযোগ তুললে, তিনি পাল্টা জবাবে বলেন, “পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, বড় নেতাদের ছেলে আসতো। যাদের ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?”

উল্লেখ্য, ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বহুল আলোচিত নির্বাচন। এখনও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটার দুই পরিচালক নির্ধারিত হয়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে নানা গুঞ্জন, অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত দেশের ক্রীড়া অঙ্গন। তবে নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতে প্রস্তুত বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/