
আইপিএলের মেগা নিলামে সাকিব-মুস্তাফিজসহ ১২ বাংলাদেশি ক্রিকেটার, ছাড়পত্র পেলেন সবাই
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মেগা নিলাম নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২৫ সালের আইপিএলকে কেন্দ্র করে আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম, যেখানে অংশগ্রহণ করবেন বিশ্বের বিভিন্ন ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার এই নিলামে অংশ নিতে যাচ্ছেন, যাদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নামও রয়েছে।







































