শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ ১২ অক্টোবর ২০২৪
এবার আসন্ন আইপিএল সামনে রেখে ফের ভক্তদের সামনে নতুন লুকে হাজির হয়েছেন ৪৩ বছর বয়সী ধোনি। ভক্তদের সামনে নিত্যনতুন হেয়ারস্টাইল কিংবা ভিন্ন লুকে হাজির হতে প্রায়শই দেখা যায় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। যেই লুক এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তার ভক্তদের মধ্যে। কেউ কেউ তো বলছেন— উল্টো বয়স মোড চালু করেছেন ক্যাপ্টেন কুল।
ধোনির নতুন হেয়ারস্টাইলের ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম। যেখানে ধোনিকে দেখা গেছে টি-শার্ট পরিহিত অবস্থায়। যেখানে ধোনির চুল পেছনের দিকে ব্রাশ করা অবস্থায় সামনের দিকে একপাশে হেলানো ছিল। দাড়িও ছিল ছোট করে কাটা। যেখানে তাকে দেখে সুপার স্টাইলিশ লাগছিল।
ধোনির এ ছবিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগামাধ্যমে। এক ভক্ত ওই ছবিটিতে মন্তব্য করেছেন— হলিউড সুপারস্টারের মতো দেখাচ্ছে আপনাকে। অপর একজন ভক্ত মন্তব্য করেছেন— সবচেয়ে শান্ত ব্যক্তির দুর্দান্ত লুক।
নতুন লুকে ধোনির বয়স কমে গেছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এক ভক্ত লিখেছেন উল্টো বয়স মোড চালু করেছেন বলে মনে হচ্ছে। তবে সেলুন থেকে বেরিয়ে আসার পর এই লুক থাকবে না বলেও মন্তব্য করেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ওকে সবসময় আপনার সেলুনে ভালো দেখায়, মাঠে নামলে হেয়ারস্টাইল ফের আমাদের মতো হয়ে যাবে।’
বিজ্ঞাপন