শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:০৫ ২০ নভেম্বর ২০২৪
লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির দল।
বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেজ।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ধাক্কা সামলে জয়ের আশায় ঘরের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও বার বার আক্রমণে উঠেও খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্তিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল করতে পারেনি তারা। বিরতির পর ৫৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ।
বিজ্ঞাপন