বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমান!
০৭:০৫ ২৬ আগস্ট ২০২৪
যুগ বদলের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রিকেট থেকে উপার্জনের মাত্রাও। ৮০-৯০ এর দশকে ক্রিকেটারদের আকাশ ছোঁয়া রোজগার ছিল না। কিন্তু তার পরবর্তী সময় থেকে পাল্টাতে শুরু করে চিত্রটা। বর্তমানে আইপিএল, বিপিএল,সিপিএল, বিগ ব্যাশ লিগের সৌজন্যে ক্রিকেটারদের আয় সত্য আকাশ ছুঁয়েছে। আয়ের নিরিখে একে অপরকে টেক্কা দিচ্ছেন ক্রিকেটাররা।শুধু মাঠ থেকেই, ব্র্যান্ড এনডর্সমেন্ট, বিজ্ঞাপন ছাড়াও নানা উপায়ে অর্থ উপার্জন করে থাকেন ২২ গজের তারকারা। অনেকের রয়েছে নিজস্ব ব্যবসাও। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার কারা? এই নিয়ে খেলাপ্রেমীদের মধ্যে আগ্রহের কমতি নেই। দেখে নিই বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার ও তাদের সম্পদের পরিমান