রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:৫৮ ১৯ জানুয়ারী ২০২৫
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।
এদিকে আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সেই স্কোয়াডে তারকা পেসার মোহাম্মদ শামির জায়গা হয়েছে। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা এই পেসারের একাদশে সুযোগ দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় বাঙ্গার।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শামি ভারতের প্রধান অস্ত্র ছিলেন। এরপর লম্বা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়। তবে এরই মধ্যে মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় তিনি। এর মাঝেই চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন। তাকে জায়গা দিতে মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়।
তবে একাদশে শামির জায়গা দেখছেন না আইপিএলে বেঙ্গালুরুর কোচ ও সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। তার মতে, ‘যদি আর্শদীপ এবং বুমরাহ দুজনকেই পাওয়া যায়, তাহলে শামির মতো কাউকে আপনি ছেড়ে দিতে পারবেন। তাই আমার কাছে মনে হয়, শামি শুরু করবেন না।’
এদিকে ঋভষ পান্ত ও অক্ষর প্যাটেলকেও একাদশে দেখছেন না তিনি। সেই সঙ্গে জয়সওয়ালেরও তার একাদশে জায়গা হয়নি। বাঙ্গারের ভাষ্যমতে, ‘রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মধ্যে একজন এবং একজন রিজার্ভ উইকেটকিপার। সুতরাং এই ক্ষেত্রে পন্ত বেঞ্চে থাকতে পারে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সঞ্জয় বাঙ্গারের ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।
বিজ্ঞাপন