শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:১৬ ২৩ অক্টোবর ২০২৪
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর, আজ ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত খেলছেন সাবিনা-মনিকারা। কাঠমান্ডুতে আজ যেন অন্য এক বাংলাদেশ মাঠে নেমেছে। প্রথমার্ধ শেষে তহুরা খাতুনের জোড়া গোলে বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে। বাংলাদেশের অন্য গোলটি আফ ইদার।
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার সিনিয়রদের খেলাতে চান না, এই দাবি করে পাকিস্তান ম্যাচের পরই বোমা ফাটিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার মনিকা চাকমা। যার প্রতিক্রিয়ায় কোচ বাটলার আবার বলেছেন, ক্ষুব্ধ হয়ে হয়ে বলেছেন, ইংল্যান্ডে এমন মন্তব্য করা খেলোয়াড়কে দল থেকেই বের করে দেওয়া হতো।
তবে আজ ভারতের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশ দলকে দেখে মনে হয়নি দলের ভেতরে কোনো ঝামেলা চলছে। একাদশে মাসুরা পারভীন আর মারিয়া মান্দাকে নিয়ে শুরু থেকেই দারুণ খেলেছে বাংলাদেশ।
ছোট ছোট পাসে আক্রমণে উঠে ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ১৮ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আফঈদা খন্দকার ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা।
৩৫ মিনিটে গোলকিপার রুপনা চাকমা দুর্দান্ত এক সেভে ভারতকে গোল বঞ্চিত করেন। ৩৭ মিনিটে ভারতের মনীষার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে। ৪২ মিনিটে বাংলাদেশ ৩-০ করে ফেলে তহুরার দ্বিতীয় গোলে।
লেফট উইং থেকে শামসুন্নাহার সিনিয়রের থ্রু ধরে বক্সের ঠিক মাথায় শামসুন্নাহার জুনিয়র কাট ব্যাক করেন তহুরাকে। সেখান থেকেই দারুণ এক শটে গোল করেন তহুরা। ৪৪ মিনিটে ডালিমার ক্রস রুপনা গ্রিপ করতে ব্যর্থ হলে হেড করে ব্যবধান কমান ভারতের অধিনায়ক বালা দেবী।
বিজ্ঞাপন