বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ | ৩০ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৪:১২ ১৩ আগস্ট ২০২৫
নিজেদের মাটিতে দাপুটে জয়ে পাকিস্তানকে লজ্জায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার (১২ আগস্ট) ক্যারিবীয়রা ২০২ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অধিনায়ক শেই হোপ খেলেন ৯৪ বলে অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ৫ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন জাস্টিন গ্রিভস, ২৪ বলে ৪৩ রান করেন তিনি। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট।
রান তাড়ায় শুরু থেকেই ধস নামে পাকিস্তান শিবিরে। জেডেন সিলস দুর্দান্ত স্পেলে ১৮ রানে নেন ৬ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। পাকিস্তান মাত্র ২৯.২ ওভারে গুটিয়ে যায় ৯২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আলি আগার ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের ২০২ রানের এই জয় ওয়ানডে ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। ম্যাচ সেরার পুরস্কার পান শেই হোপ এবং সিরিজ সেরার পুরস্কার জেতেন জেডেন সিলস।
বিজ্ঞাপন