জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯ ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা নেপাল। জান্নাতুল মাওয়া এবং নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান জানা ছিল না নেপালের ব্যাটারদের। ফলে তারা ফেসে গেছেন স্পিন জালে। কোনোরকমে দলীয় ফিফটি স্পর্শ করে অলআউট হয় তারা।

ছোট লক্ষ্য ৪০ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। তাতে ৫ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন।

বাংলাদেশের বোলিং তাণ্ডবে প্রতিপক্ষ দলটি ছিল নীরব, আর বাংলাদেশের ব্যাটিংও ছিল যথেষ্ট মার্জিত এবং লক্ষ্যকে সহজে পার করা হয়েছে।

 

 

 

বিজ্ঞাপন