রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১১:৪১ ২৭ জানুয়ারী ২০২৫
রংপুর রাইডার্স ছিল টানা ৮ জয়ে শীর্ষস্থানে, তবে তাদের সাম্প্রতিক দুই ম্যাচের পর হারবোধের স্বাদ পায়। এই সুযোগে শীর্ষস্থানের খুব কাছাকাছি পৌঁছে যায় ফরচুন বরিশাল। খুলনাকে ৫ উইকেটে পরাজিত করে তারা রংপুরের সমান ১৬ পয়েন্ট অর্জন করেছে। তবে রানরেটে তারা কিছুটা পিছিয়ে আছে।
সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
বরিশালের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করেন ডেভিড মালান। ৩৭ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ৮টি চার ও ৩টি ছক্কা ছিল। তামিম ইকবাল, অধিনায়ক, ২৫ বলে ২৭ রান করেন। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দুটি ২৪ রান করে অবদান রাখেন। ফাহিম আশরাফের ৬ বলে অপরাজিত ১৮ রান এবং মোহাম্মদ নবি ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন, বরিশালকে সহজ জয় এনে দেন।
এর আগে খুলনার ওপেনাররা মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইমের দৃঢ় ব্যাটিংয়ে ৩৩ বলে ৪৭ রানের সূচনা দেয়। তবে, পাওয়ার প্লের শেষ ওভারে মিরাজকে বোল্ড করে দলে প্রথম বিপর্যয় আনে বরিশালের পেসার এবাদত হোসেন। নাইম ২৭ বলে ৫১ রান করে ফেরেন। ৯৯ রানে নাইম ফিরে গেলে অ্যালেক্স রসও দ্রুত আউট হন, ১৫ বলে ২০ রান করে স্পিনার মোহাম্মদ নবির শিকার হন। পরবর্তীতে আফিফ ও উইলিয়াম বোসিস্তোর ২১ বলে ৩৩ রানের জুটিতে খুলনার সংগ্রহ বড় হয়, তবে স্লগ ওভারে মাহিদুল ইসলামের ঝোড়ো ২৭ রানের সুবাদে দল ১৮৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
বরিশালের বোলিংয়ে ফাহিম আশরাফ দুটি, জেমস ফুলার, মোহাম্মদ নবি এবং এবাদত হোসেন একটি করে উইকেট নেন।
বিজ্ঞাপন