বুধবার , ০৯ জুলাই, ২০২৫ | ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৯ ৮ জুলাই ২০২৫
ব্যাটিং ব্যর্থতা আবারও কাল হয়ে দাঁড়াল বাংলাদেশের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হারল টাইগাররা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা।
মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লঙ্কানরা। শুরুটা ভালো না হলেও মাঝপথে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ইনিংসের শুরুতেই মাত্র ১ রানে মাদুশকা ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার জুটিতে আসে ৫৬ রান। নিশাঙ্কা ব্যক্তিগত ৩৫ রানে তানভীর ইসলামের বলে আউট হন।
এরপর কিছুটা ধাক্কা খেলেও কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার জুটি আবারো চালকের আসনে ফেরায় দলকে। চতুর্থ উইকেটে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত জুটি। ইনিংসের নায়ক কুশল মেন্ডিস খেলেন ১১৪ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস, যা ছিল তার ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক। আসালাঙ্কা যোগ করেন ৫৮ রান।
শেষ দিকে কিছুটা প্রত্যাবর্তন করে বাংলাদেশের বোলাররা। দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে লঙ্কানদের থামিয়ে দেয় ২৮৫ রানে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করে করেন ইমন ও মিরাজ। এছাড়া জাকের আলী ২৭, তানজীদ হাসান ১৭ এবং শামীম হোসেন ১২ রান করেন।
শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে টাইগার ব্যাটিং লাইনআপ। শুরুতে ও শেষে – দুই সময়েই উইকেট হারানোর ধারা অব্যাহত ছিল।
এই হারে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও মিডল অর্ডারে সমন্বয়ের ঘাটতি যে এখনও কাটেনি, তা স্পষ্ট হয়ে উঠল সিরিজের শেষ ম্যাচে।
বিজ্ঞাপন