রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:০৮ ৩ ডিসেম্বর ২০২৪
ইংলিশ কাউন্টিতে চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচ খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচটির দায়িত্বে থাকা দুই আম্পায়ার তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহ দূর করতে এবার নিজেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে তাকে কোনও পর্যায়েই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি । এবার এমনই এক সন্দেহের কারণে সোমবার ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সাকিবকে দিতে হলো বোলিং অ্যাকশনের পরীক্ষা। বিশেষজ্ঞদের সামনে সেখানে মোট চার ওভার বল করতে হয় সাকিবের। যদিও নিজের বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী তিনি। প্রথমবারের মত এই অলরাউন্ডের বিরুদ্ধে এমন প্রশ্ন ওঠে গত সেপ্টেম্বরে, কাউন্টির চ্যাম্পিয়নশিপ ডিভিশনের এক ম্যাচে। সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলি ৬৩ ওভার বল করে শিকার করেন ৯ উইকেট। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ। ম্যাচটির প্রায় দুইমাস পর গত মাসের শুরুতে জানা যায় ম্যাচের দুই আম্পায়ার সাকিবের সেই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আর সেজন্যে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সাকিব আল হাসানকে।
বিজ্ঞাপন