
সেপটিক ট্যাংকে লুকিয়েও শেষ রক্ষা হলো না এমইএস কলেজের ছাত্রলীগ নেতার
চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় সেপটিক ট্যাংকে লুকিয়েও গ্রেপ্তার হওয়া থেকে রক্ষা পাননি এমইএস কলেজের ছাত্রলীগ নেতা বিজয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে পুলিশ ওই ট্যাংক থেকে বের করে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।