এমবাপ্পের জোড়া গোলে পালমাসকে উড়িয়ে শীর্ষে রিয়াল!

এমবাপ্পের জোড়া গোলে পালমাসকে উড়িয়ে শীর্ষে রিয়াল!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১১ ২০ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হারকে কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। রোববার লাস পালামাসের বিপক্ষে ৪-১ গোলের জয় পায় দলটি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও দলের দারুণ পারফরম্যান্সে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতেও স্বাগতিকরা প্রথম মিনিটেই প্রতিপক্ষের ফ্যাবিও সিলভার গোলে চমকে যায়। তবে ১৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান এমবাপ্পে। ৩৩ মিনিটে লুকাস ভাসকেজের সহজ গোল ও রদ্রিগোর পাস থেকে এমবাপ্পের দ্বিতীয় গোল রিয়ালকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোল এবং পালামাসের রামিরেসের লাল কার্ড রিয়ালকে আরও সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়।

যদিও অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হয়, তবুও রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলা চোখে পড়ার মতো ছিল। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।

 

 

 

 

বিজ্ঞাপন