চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা!

চলতি সপ্তাহেই লেস্টার সিটি ছাড়ছেন হামজা!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০০ ২৭ জানুয়ারী ২০২৫

ফুটবল দলবদলের বাজারে এক বিশ্বস্ত নাম, ফ্যাব্রিজিও রোমানো, আবারো খবর দিলেন বাংলাদেশি দর্শকদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগের লাল-সবুজের তারকা হামজা চৌধুরী শীঘ্রই লেস্টার সিটি ছাড়বেন। রোমানো তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট করে জানান, চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সাথে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে।

লেস্টার সিটির কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয় নিজেই নিশ্চিত করেছেন যে, হামজা চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করতে যাচ্ছেন। শেফিল্ড ইউনাইটেডে যাওয়ার পর, হামজা আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে খেলবেন।

শেফিল্ড ইউনাইটেডের নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন হামজা চৌধুরী। চুক্তির শর্ত অনুযায়ী, হামজা এই মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলবেন এবং তার বেতন শেফিল্ড ইউনাইটেডই পরিশোধ করবে। রোমানোর টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে দলবদল চূড়ান্ত হবে।

 

 

বিজ্ঞাপন