
মেটার সব এআই মডেল ওপেন নাও থাকতে পারে: জুকারবার্গ
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মেটার ভবিষ্যৎ পরিকল্পনার একটি বিস্তারিত চিঠি প্রকাশ করেছেন। গতকাল, ৩০ জুলাই (বুধবার), প্রকাশিত এই চিঠিতে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে মেটার সব এআই মডেল আর উন্মুক্ত (ওপেন সোর্স) নাও থাকতে পারে।