
চীনে আসছে ‘গর্ভবতী’ রোবট: যন্ত্রে জন্ম নেবে মানবশিশু!
চীনা বিজ্ঞানীরা এমন এক হিউম্যানয়েড রোবট তৈরি করতে যাচ্ছেন, যা কৃত্রিম গর্ভাশয় বহন করে মানবশিশুকে জন্ম দিতে সক্ষম হবে। এই কৃত্রিম গর্ভাশয় মানুষের প্রকৃত গর্ভের পরিবেশ অনুকরণ করবে। থাকবে কৃত্রিম অ্যামনিয়োটিক ফ্লুইড এবং নাড়ির মতো একটি নালী, যা শিশুর বিকাশে সাহায্য করবে।