বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন হামজা নিজেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও বিষয়টি নিশ্চিত করেছেন।