গান গেয়ে আলোচনায় রামোস, কেউ বলছে ‘গায়ক’, কেউ বলছে ‘ভণ্ড’
রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি সের্হিও রামোস শেষ করলেন ফুটবলের ব্যস্ততার মাঝেও সংগীতের নতুন অধ্যায়। গত রোববার তিনি প্রকাশ করেছেন নিজের প্রথম গান ‘সিবেলেস’, যা নামকরণ করা হয়েছে মাদ্রিদ শহরের সেই ভাস্কর্য থেকে, যেখানে রিয়াল শিরোপা উদযাপন করে।