রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১১:০৯ ২৫ জানুয়ারী ২০২৫
দলবদলের আলোচনা মানেই একসময় ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের অবধারিত উপস্থিতি। কিছু বছর বিরতির পর, আবারও নেইমার আলোচনায় এসেছেন। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে থাকা এই ফুটবল তারকা এখন ক্যারিয়ারের শেষদিকে। তার নতুন ঠিকানা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর, নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছিল। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের বার্সায় ফিরে আসা সম্ভব নয়। তিনি বলেন, "দীর্ঘদিন আগেই নেইমারের বার্সায় ফেরার পথ বন্ধ হয়ে গেছে। তিনি যখন সৌদি আরবে গেলেন, তখনই আমরা জানতাম যে তিনি খুবই ব্যয়বহুল খেলোয়াড়, বিশেষ করে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের কারণে।"
অন্যদিকে, সৌদি ক্লাব আল-হিলালও নেইমারকে দলে রাখার ইচ্ছা প্রকাশ করেনি। চোটের কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে থাকা নেইমার নিজেও ক্লাব ছাড়তে চাইছেন, তবে চুক্তি বাতিলের জন্য ৬.৫ কোটি ডলারের বকেয়া অর্থ এখনও একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্লোবো জানিয়েছে, সান্তোস নেইমারের ফেরার ব্যাপারে আশাবাদী, তবে আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করতে আর্থিক সমঝোতার প্রয়োজন।
নেইমারের মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার সম্ভাবনাও আলোচিত হয়েছিল। তবে, মায়ামির কঠোর আর্থিক নীতিমালা সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো সাফ জানিয়ে দিয়েছেন, এই পুনর্মিলন সম্ভব নয়।
তবে সান্তোসে ফেরা নিয়ে নেইমারের নিজের আগ্রহও রয়েছে। ক্লাবটির প্রতি তার আবেগ বরাবরই প্রকাশিত হয়েছে। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায়, দেখবেন নেইমার শেষ পর্যন্ত তার শৈশবের ক্লাবে ফেরেন কি না।
বিজ্ঞাপন