রোহিত-কোহলির অবসরের সিদ্ধান্ত কবে, জানালেন ভারতীয় নির্বাচক!

রোহিত-কোহলির অবসরের সিদ্ধান্ত কবে, জানালেন ভারতীয় নির্বাচক!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬ ১৯ জানুয়ারী ২০২৫

অফ-ফর্মের কারণে ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্যারিয়ার নিয়ে অনেকটাই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদেরকে স্কোয়াডে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের ঘোষণার সময় দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা জানাতে চাওয়া হয়। জবাবে ভারতীয় জাতীয় দলের নির্বাচক অজিত আগারকার জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বিষয়ে মনোযোগ দেওয়া হবে।

অধিনায়ক রোহিত শর্মা, যিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার গুঞ্জনে ছিলেন, সিডনি টেস্টে একাদশের বাইরে থাকলেও অবসরের সিদ্ধান্ত এখনও নেননি। আগারকার বলেন, "চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমাদের এক মাসের দূরত্ব। ওয়ানডে ক্রিকেটে তারা দুজনই দুর্দান্ত পারফর্মার। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিষয়টি দেখতে চাই।"

রোহিত ও কোহলির টেস্ট ফর্ম সাম্প্রতিক সময়ে হতাশাজনক ছিল, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারার পর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও তারা ছিটকে গেছে।

এদিকে, আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হতে যাচ্ছে, যেখানে ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করবে। ভারত-পাকিস্তানের মহারণ আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
 

বিজ্ঞাপন