রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:১৮ ১৯ সেপ্টেম্বর ২০২৪
টানা তিন জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। চতুর্থ ম্যাচে হারলেও জয় দিয়ে সিরিজ শেষ করেছে টাইগ্রেসরা। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয় লঙ্কান মেয়েরা। দলের পক্ষে চেথানা ভিমুক্তি করেন সর্বোচ্চ ২০ বলে ১১ রান। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি।
৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ৩৩ রানে অপরাজিত থাকেন ওপেনার দিলারা ও নিগার সুলতানা জ্যোতি টিকেছিলেন ২৫ বলে ১৪ রানে। এই জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগ্রেসরা।
বিজ্ঞাপন