বুধবার , ০৮ জানুয়ারি, ২০২৫ | ২৫ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১২:০৪ ৭ জানুয়ারী ২০২৫
বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা চার ম্যাচে হারের মুখ দেখলো ঢাকা।
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। দুর্বার গতিতে এগিয়ে চলা রংপুরের এটা টানা পঞ্চম জয়।
১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫।
পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। খুশদিল ২৭ রান ও ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার।
এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দু’জনে মিলে দলের সর্বোচ্চ জুটি ২৮ রান করেন।
তবে ১৮ রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় ৭৪ রানেই ৬ উইকেট হারিয়ে একশ’ রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় শঙ্কা। তবে শেষ পর্যন্ত তারা ১১১ রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর ১৬ ও গতকালই এবারের বিপিএলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ রানের কল্যাণে।
রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার নাহিদ রানা। দু’টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের দুই বোলার আকিব ও খুশদিল শাহ।
বিজ্ঞাপন