অবিশ্বাস্য এক ওভার: ১৮ বলে শেষ হলো না জন হ্যাস্টিংসের ওভার, ১২টি ওয়াইড!

অবিশ্বাস্য এক ওভার: ১৮ বলে শেষ হলো না জন হ্যাস্টিংসের ওভার, ১২টি ওয়াইড!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:১১ ৩০ জুলাই ২০২৫

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে কাল এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জন হ্যাস্টিংস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এক ওভারে তিনি করেছিলেন ১৮টি বল, যার মধ্যে ১২টি ছিল ওয়াইড আর ১টি নো বল! ওভারটি শেষ করতেই পারেননি তিনি।

শুরু থেকেই ছন্দহীন ছিলেন হ্যাস্টিংস। পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ৭৫ রান। ৭ ওভারে ৫৫ রান করে ফেলেছিল তারা, তখনই ব্রেট লি হ্যাস্টিংসকে বল দেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে তা যেন আরও খারাপের দিকে নিয়ে গেলেন তিনি।

 

ওভারের শুরুতেই টানা পাঁচটি ওয়াইড। এরপর দুইটি বৈধ বল, যার একটি থেকে সিঙ্গেল ও অপরটি থেকে চার। তারপর আসে সেই কুখ্যাত নো বল, যেটি ছিল আবার ওয়াইড! এরপর বারবার লাইন মিস করতে করতে শেষ পাঁচটি বলও যায় ওয়াইড হিসেবে। এমনকি শেষ ওয়াইড বলটিই ছিল পাকিস্তানের জয়সূচক রান।

 

ব্যাটসম্যান শোয়েব মাকসুদ পুরো সময়টা ছিলেন হতাশ। বারবার শট খেলার প্রস্তুতি নিয়েও বলের নাগাল পাচ্ছিলেন না, কারণ সেগুলো যাচ্ছিল ব্যাটের অনেক বাইরে দিয়ে। ওপেনার শারজিল খানও ছিলেন নীরব দর্শক। আম্পায়ারও যেন হাঁপিয়ে উঠেছিলেন, ১২ বার দুই হাত প্রসারিত করে ওয়াইড ইঙ্গিত দিতে হয়েছে তাঁকে! এমন পরিস্থিতিতে ব্রেট লিও মুখ ঢেকে লজ্জা লুকান।

 

অবশ্য হ্যাস্টিংসের এমন দুঃস্বপ্নের দিনেও উজ্জ্বল ছিলেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। তিনি মাত্র ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট, হয়েছেন ম্যাচসেরা। পাকিস্তান জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

 

তবে এই ম্যাচ হারলেও টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, যাদের নেতৃত্বে আছেন এবি ডি ভিলিয়ার্স।

 

এই ম্যাচটি প্রমাণ করলো—ক্রিকেটে অভিজ্ঞতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রত্যাবর্তনের মুহূর্তে একটিমাত্র ওভারও বদলে দিতে পারে পুরো গল্প!

বিজ্ঞাপন