বার্সেলোনাকে রুখে দিলো গেটাফ!

বার্সেলোনাকে রুখে দিলো গেটাফ!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৮ ১৯ জানুয়ারী ২০২৫

কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে অসাধারণ ফুটবল প্রদর্শন করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ৫-২ এবং রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়ে প্রমাণ করেছে তাদের শক্তি। কিন্তু লা লিগায় ফিরতে গিয়ে শনিবার গেটাফের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করতে হয়েছে কাতালানদের।

গেটাফের কালেসিয়াম স্টেডিয়ামে গত ৫ বছর ধরে জয়ের মুখ দেখেনি বার্সেলোনা। ২০১৯ সালে এর্নেস্তো ভালভার্দের অধীনে তারা গেটাফের মাঠে শেষবার জয়ী হয়েছিল। এবারও গোল করলেও জয় ছাড়াই ফিরতে হয়েছে। বার্সেলোনা গেটাফের গোল লক্ষ্য করে ২১টি শট নিলেও, মাত্র ৫টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, গেটাফে ১০টি শট থেকে ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের শুরুতেই সফরকারীরা এগিয়ে যায়। ৯ম মিনিটে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে পেদ্রির পাস থেকে গোল করেন। তবে গেটাফে সমতায় ফেরে ৩৪ মিনিটে। সতীর্থের উড়ন্ত বল থেকে কোবা দা কস্তার শট বার্সেলোনার গোলকিপার পেনিয়া ফিরিয়ে দিলে, বল এসে লাগে উরগুইয়ান মিডফিল্ডার আরামাবারির পায়ে এবং তা জালে ঢুকে যায়।

বিরতির পর বার্সেলোনা একের পর এক আক্রমণ চালায়, কিন্তু গেটাফে কাউন্টার আক্রমণ করে। ম্যাচের ৮০ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অসাধারণ শট প্রতিহত করেন গেটাফে গোলকিপার। এরপর লামিন ইয়ামালের ক্রস থেকে রাফিনহা গোল করতে ব্যর্থ হন। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

এই ড্রয়ের ফলে বার্সেলোনা ২০ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

 

বিজ্ঞাপন