ব্রাজিল কিংবদন্তি তোপের মুখে নেইমার !

ব্রাজিল কিংবদন্তি তোপের মুখে নেইমার !

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ ১৯ জানুয়ারী ২০২৫

ব্রাজিলের ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি রয়েছেন, কিন্তু রিভালদোর নাম নিশ্চয়ই শীর্ষে থাকবে। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তবে, বর্তমানে তরুণ তারকা নেইমার জুনিয়র তার জায়গায় নিজের নাম জুড়ে দেওয়ার চেষ্টা করায় শুরু হয়েছে বিতর্ক।

ঘটনাটি শুরু হয় ‘চারলা’ নামক একটি পডকাস্টে, যেখানে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোমারিও নেইমারের কাছে জানতে চান, ১৯৭০, ১৯৯৪, এবং ২০০২ বিশ্বকাপজয়ী দলে তিনি নিজেকে কোথায় দেখতে চান। উত্তরে, নেইমার ২০০২ বিশ্বকাপজয়ী দলের রিভালদোর নাম নেন।

এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রিভালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যেখানে তিনি জানান, যদিও নেইমারের প্রতিভা ও দক্ষতাকে তিনি শ্রদ্ধা করেন, তবে ২০০২ বিশ্বকাপে তার জায়গায় খেললে গল্পটা ভিন্ন হতে পারতো। রিভালদো আরও বলেন, "আমি ছিলাম বিশ্বকাপ জয়ের জন্য অত্যন্ত মনোযোগী এবং প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমি নিশ্চিত, সেই সময়কার টিমে আমার জায়গায় কেউ খেলার সম্ভাবনা ছিল না।"

নেইমার উত্তরে বলেন, "আমার বন্ধু, শান্ত হোন। ব্রাজিলের সকল ফুটবলারই বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি নিবেদিত এবং মনোযোগী। আমি আপনার অর্জনকে কখনো ছোট করবো না।" তিনি আরও জানান, “যেহেতু আমাকে শুধুমাত্র তিনজনের মধ্যে থেকে একজনের জায়গা নেয়ার কথা বলা হয়েছিল, তাহলে আপনি কি রোনালদো বা রোনালদিনহোর জায়গায় আমাকে দেখতে চাইতেন?”

এদিকে, নেইমারের বর্তমান ক্লাব পরিস্থিতি নিয়ে গুঞ্জন উঠেছে। সৌদি ক্লাব আল হিলালের হয়ে মৌসুমের দ্বিতীয় ভাগে তার নিবন্ধন হয়নি, এবং তার ভবিষ্যত নিয়ে নানা আলোচনা চলছে। কিছু রিপোর্ট বলছে, মেসির ইন্টার মায়ামি অথবা তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সান্তোস ক্লাবটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিংবদন্তি পেলে নেইমারকে বলতে শোনা যায়, "ঘরে ফিরে এসো, নেইমার।"

 

বিজ্ঞাপন