রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১২:৩৯ ২৭ জানুয়ারী ২০২৫
বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলা নেইমার জুনিয়র। নিজেই বার্সাকে প্রস্তাব দিয়েছিলেন মোটা অঙ্কের বেতন ছাড়ার শর্তে। কিন্তু বার্সেলোনা বোর্ড তার প্রতি আগ্রহ দেখায়নি। ফলে শৈশবের এবং প্রথম ক্লাব সান্তোসে ফেরার পথে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন নেইমার। ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে, সান্তোসে ফেরার বিষয়ে নেইমার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
তবে ব্রাজিলিয়ান লিগে ফিরতে গিয়ে তাকে ছাড়তে হচ্ছে মোটা অঙ্কের বেতন। ইনজুরির কারণে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে না পারা নেইমার ৩৩ বছর বয়সে সৌদি প্রো লিগে গিয়েছিলেন। আল হিলালের সঙ্গে আরও ছয় মাসের চুক্তি বাকি থাকলেও সেটি বাতিল করার প্রক্রিয়া চলছে। দুই পক্ষের মধ্যে দেনা-পাওনা নিয়ে আলোচনাও চলছে।
ইএসপিএনের তথ্যমতে, চলতি সপ্তাহে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে পুনরায় আলোচনায় বসবেন নেইমার। চুক্তি বাতিলের পর নেইমার ৬ মাসের জন্য সান্তোসের সঙ্গে চুক্তি করতে পারেন। চুক্তির মধ্যে এক বছর নবায়নের শর্তও থাকতে পারে।
আসলে নেইমার আল হিলালের সঙ্গে চুক্তি পূর্ণ করতে আগ্রহী ছিলেন। তবে ক্লাবটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস মন্তব্য করেছিলেন, নেইমার সৌদি প্রো লিগে খেলার মতো অবস্থায় নেই। মৌসুমের দ্বিতীয়ার্ধে দলবদলের বাজারেও তাকে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেন তিনি। এতে নেইমারের সামনে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনো বড় মঞ্চে খেলার সুযোগ থাকছে না।
এর আগে নেইমারের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মেসি ও সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনাও ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগোতেও যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। তবে জাতীয় দলে ফিরতে এবং ২০২৬ সালের বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিয়মিত ফর্মে থাকার জন্য নেইমার সান্তোসে ফিরতে চান।
বিজ্ঞাপন