দেড় বছর পর ঘরের মাঠে হেরে শীর্ষস্থান থেকে বাদ পড়লো বার্সা

দেড় বছর পর ঘরের মাঠে হেরে শীর্ষস্থান থেকে বাদ পড়লো বার্সা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:০২ ২২ ডিসেম্বর ২০২৪

লা লিগায় ঘরের মাঠে ১৮ মাস পর অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে কাতালানরা। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাথলেটিকোর টানা ১২তম জয়।

২১ ডিসেম্বর ন্যু ক্যাম্পে প্রথমার্ধে দারুণ খেলেছিল বার্সা। ৩০ মিনিটের মাথায় গাভির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে নিচু শট নিয়ে জালে জড়ান পেদ্রি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।


বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় সমতা ফেরে অ্যাথলেটিকো। বার্সার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রদ্রিগো ডি পল গোল করে সমতা ফেরান সফরকারীদের।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। তখনও স্কোরলাইন ১-১। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ। ডানদিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সোরলথ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় অ্যাথলেটিকো।


বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে অ্যাথলেটিকো। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন