শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৫৫ ২৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড গড়া আর তা ধরে রাখার ক্ষেত্রে সাকিব আল হাসান ছিলেন অনন্য। তবে সাম্প্রতিক সময়ে তাঁর দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে দিয়েছেন সতীর্থরা।
ঘরের মাঠে রেকর্ড
গত মাসে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি সাকিবের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাইজুল ইসলাম।
- তাইজুলের উইকেট: ১৭০
- সাকিবের উইকেট: ১৬৩
- মেহেদী হাসান মিরাজ: ১০৪
দেশের বাইরের রেকর্ড
এবার দেশের বাইরেও টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি হারালেন সাকিব। এতদিন সাকিব ছিলেন ৮৩ উইকেট নিয়ে শীর্ষে। মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় ২ উইকেট নিয়ে তাঁর উইকেট সংখ্যা ৮৫-এ উন্নীত করেন এবং শীর্ষস্থানে উঠে আসেন।
সর্বকালের রেকর্ড
রেকর্ড হারালেও, সাকিব এখনো বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি।
- সাকিব আল হাসান: ৭১ টেস্টে ২৪৬ উইকেট
- তাইজুল ইসলাম: ৫০ টেস্টে ২১১ উইকেট
- মেহেদী হাসান মিরাজ: ৫০ টেস্টে ১৮৯ উইকেট
সাকিবের অবদানকে ছাপিয়ে যাচ্ছেন তাঁর সতীর্থরা, যা দলের সামগ্রিক উন্নতির প্রতিফলন। তবে ঘরে-বাইরে রেকর্ড হারালেও তাঁর সামগ্রিক ক্যারিয়ারের ধারাবাহিকতা ও দক্ষতা তাঁকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার হিসেবেই স্থান দিয়েছে।
বিজ্ঞাপন