রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৪৫ ৩১ অক্টোবর ২০২৪
সাফ চ্যাম্পিয়ন দল ঢাকায় এসে পৌঁছেছে। ছাদ খোলা বাসে উঠে কিছুক্ষণের মধ্যে বাফুফের উদ্দেশে রওনা হবে। এরই মধ্যে বাফুফে ভবনে আসছেন সমর্থকরা।
দুপুর আড়াইটার দিকে বাফুফে ভবনের পাশে বাদ্যযন্ত্রের আওয়াজ পাওয়া যায়। জন পঞ্চাশেক লোক ব্যানার নিয়ে ভবনে প্রবেশ করেন। এরা সবাই বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফের অনুসারী। তারা ‘আরেফ ভাই’ ‘আরেফ ভাই’ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ স্লোগান দিতে থাকেন।
আরেফের অনুসারী থাকতে থাকতেই আরেক দল আসেন। এদের কয়েকজন মোটর সাইকেল নিয়ে আসেন। তাদের কোনো ব্যানার ছিল না। তারা নানা স্লোগান দিতে থাকেন। বাদ্যযন্ত্রে এখন মুখরিত বাফুফে প্রাঙ্গণ।
বাংলাদেশ দল চ্যাম্পিয়ন এখনো সুসজ্জিত হয়নি বাফুফে। বাফুফে মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগ সাজ সজ্জার জন্য ডিজাইন চূড়ান্ত করেছে সকালে। সেগুলো এখনো ছাপা প্রক্রিয়ায় রয়েছে। সাবিনারা আসার আগেই সুসজ্জিত হওয়ার কথা বাফুফে ভবন।
২০২২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পর দেশে ফিরেছিল। এবার খেলা পরদিনই ফিরছে ও খেলা রাতে শেষ হওয়ায় বাফুফে ব্র্যান্ডিংয়ে সেই রকম সময় পায়নি।
বিজ্ঞাপন