ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৩ ১২ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বড় একটি চ্যালেঞ্জ হতে চলেছে। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পর, টাইগাররা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে। তবে, অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বিশ্বাস করেন, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে।

পন্টিং এক পডকাস্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, “বাংলাদেশের দল এখন তেমন শক্তিশালী নয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের জন্য তাদের কোয়ালিটি কম। যদিও তারা হোম কন্ডিশনে ভয়ংকর হতে পারে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পক্ষে সেই সুবিধা পাওয়ার সম্ভাবনা কম।”

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আরো বলেন, “বাংলাদেশের কোয়ালিটির অভাব দৃশ্যমান। তাদের জন্য আফগানিস্তানও বেশি সম্ভাবনাময়। আমি মনে করি আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ থেকে ভালো করবে।”

গত বছর ৯ ওয়ানডে খেলে বাংলাদেশ ৬টিতে পরাজিত হয়েছে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব আশাব্যঞ্জক নয়, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের ধবলধোলাই হয়ে গেছে। এমনকি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হেরেছে ২-১ ব্যবধানে।

পন্টিংয়ের মতে, বাংলাদেশ দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নয়।

বিজ্ঞাপন