রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৯:০০ ২০ জানুয়ারী ২০২৫
সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক পারফর্মেন্স উপহার দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেন্ট কিটসে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে বড় জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রত্যাশা ছিল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। তবে মাঠে এর প্রতিফলন দেখা যায়নি। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৯৮ রানে। ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার দলের স্কোর এগিয়ে নিলেও মিডল অর্ডারের ধ্বংসস্তুপে ইনিংস থেমে যায় ২০০ রানের আগে। শেষ ৫ ওভারে টাইগ্রেসরা হারায় ৫ উইকেট, স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ২৫ রান।
জবাবে রান তাড়া করতে নেমে কোনো চাপ ছাড়াই খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ম্যাথিউস ও কিয়ানা জোসেপ মিলে ১৬৩ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত তৈরি করেন। বাকি কাজ সহজেই সেরে ফেলেন ম্যাথিউস, যিনি বল হাতেও নেন ২ উইকেট।
এই হারে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ কঠিন হয়ে গেল। বাকি দুই ম্যাচে জয় পেতে হবে টাইগ্রেসদের। অন্যথায়, বাছাইপর্বের মুখোমুখি হতে হবে।
বিজ্ঞাপন