বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের!

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া বাংলাদেশের!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০৫ ২৫ জানুয়ারী ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জয়লাভ করতে পারলেই সরাসরি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে সেই সুযোগ হাতছাড়া করল টিম টাইগ্রেস।

তবে, সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বমঞ্চে খেলতে বাংলাদেশকে বাছাইপর্বে লড়াই করতে হবে। সেখানে ৬ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা দুইয়ে থাকলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

সেন্ট কিটসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১০ ওভারে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪৯। এরপর একপর্যায়ে স্কোর ৩ উইকেটে ৯৪ হলেও ব্যাটিং ধস নামায় ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন। ফারজানা হক পিংকি করেন ২২ রান। সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলের স্কোর বড় হয়নি।

জবাবে, ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনারদের ৪৫ রানের জুটির পর অধিনায়ক হেইলি ম্যাথিউস ফিরে গেলেও কিয়ানা জোসেফের ৩৯ এবং ডিয়ান্দ্রা ডটিনের ১৯ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংসে ২৭.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

মেয়েদের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত।

 

 

 

 

বিজ্ঞাপন