সিরিজ আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে দুঃসংবাদ

সিরিজ আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫ ৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কয়েক দিন আগেই জোড়া দুঃসংবাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। এবং আগ্রাসী ব্যাটার শিমরন হেটমায়ারকেও হারিয়েছে।

উইন্ডিজ ক্রিকেট এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক টুইটে এই তথ্য জানিয়েছে। হেটমায়ার চোটে পড়েননি, অসুস্থতার কারণে তিনি ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে।  অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে থাকছেন না হেটমায়ার।

তার বদলি হিসেবে টেস্ট সিরিজ খেলা বাঁ-হাতি ব্যাটসম্যান আলিক আথানেজকে নেওয়া হয়েছে। তরুণ এই ব্যাটার এখন পর্যন্ত ১২টি ওয়ানডে খেলেছে।  গত বছর ওয়ানডে অভিষেকে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আথানেজ। পঞ্চম ওয়ানডেতে আবার করেন ৬৫ বলে ৬৬। তবে পরের সাত ওয়ানডেতে ভালো করতে পারেননি।

এবার হেটমায়ারের অসুস্থতা তাকে ফেরার সুযোগ করে  আথানেজ। এখন পর্যন্ত ক্যারিবীয়দের জার্সিতে তিনি ২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে ফোর্ড ও শামার জোসেফের ইনজুরিতে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডিয়াহ ব্লেডস।

আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বাকি দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর।
 

বিজ্ঞাপন