রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৩৭ ১৬ নভেম্বর ২০২৪
বাংলাদেশ এশিয়া কাপ বাছাই পর্বে ড্র পটে সুবিধাজনক অবস্থানে থাকতে নভেম্বর উইন্ডোতে মালদ্বীপকে বেছে নেন। কিন্তু বাংলাদেশ দুই ম্যাচের হোম সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাক ফুটে স্বাগতিক বাংলাদেশ। সমতা আনতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। অন্য দিকে সফরকারী মালদ্বীপের ড্র হলেও চলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো খেলার পরও গোল পায়নি। উল্টো মালদ্বীপ এক গোলে নিজের জয় নিশ্চিত করেন। এজন্য আজ বাংলাদেশের লক্ষ্য গোল আদায় করা, বাংলাদেশ প্রথম ম্যাচ ভালো খেললেও জিততে পারেনি তাই খেলার কেউ মূল্যায়ন করবে না এটাই স্বাভাবিক। আমরা চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।'
মালদ্বীপের কোচ আলী সুজেইন প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচ জিতে মালদ্বীপে ফিরতে চান। এজন্য তিনি কৌশলে ভিন্নতা আনতে পারেন, 'বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। এজন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।'
বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। তিনি আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে চান, 'প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।'
বিজ্ঞাপন