বুধবার , ০৮ জানুয়ারি, ২০২৫ | ২৪ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি :সংগৃহীত
প্রকাশিত: ১১:৪৮ ৬ জানুয়ারী ২০২৫
ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করেছে পিএসজি। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছে তারা। তবুও কিছুতেই নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেই জালের দেখা পায়নি পিএসজি। তাতে টাইব্রেকারের দিকে যাচ্ছিলো ম্যাচ। শেষ পর্যন্ত উসমান দেম্বেলের গোলের স্বস্তি পায় পিএসজি।
টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।
৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ডেম্বেলে। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে ডেম্বেলের খুব বেশি কষ্ট করতে হয়নি।
মোনাকো ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল। চারবারের চ্যাম্পিয়নরা এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই তারা পিএসজির কাছে হেরে যায়।
বিজ্ঞাপন