
“আয় আমার, করও আমার—ভয়কে পুঁজি করে ব্যবসা নয়, নাগরিক দায়িত্বই হোক অগ্রাধিকার”
আয় আপনার, করও আপনার। অথচ দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই পিছিয়ে পড়ি। কর দেওয়া তো দূরের কথা, আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াতেও অনেকে ভয় পান। দীর্ঘদিন ধরে আয়কর দাখিল মানেই ছিল জটিল প্রক্রিয়া, অসংখ্য ফর্ম পূরণ, দফতর ঘুরে বেড়ানো এবং প্রায়শই কর পরামর্শকদের ওপর নির্ভরশীলতা। কিন্তু সময় বদলেছে। সরকার আজ কর দাখিল প্রক্রিয়াকে সহজীকরণ করেছে, অনলাইন সেবা চালু করেছে। ঘরে বসে সহজেই রিটার্ন দাখিল করা সম্ভব। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে সচেতনতার অভাব এবং একটি শ্রেণির বিভ্রান্তিমূলক প্রচারণা এই ইতিবাচক পরিবর্তনকে বাধাগ্রস্ত করছে।