দুই মহাদেশে ফুটবল দাঙ্গা: গিনিতে প্রাণহানি ১০০, জার্মানিতে আহত ৭৯

দুই মহাদেশে ফুটবল দাঙ্গা: গিনিতে প্রাণহানি ১০০, জার্মানিতে আহত ৭৯

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮:২৫ ২ ডিসেম্বর ২০২৪

ফুটবল মাঠে রূপ নেয় মৃত্যুপুরী। গিনির এন’জেরেকোরে সামরিক জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের ম্যাচ শেষে সমর্থকদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন।  

স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, *“হাসপাতালের করিডোরজুড়ে লাশের সারি। মৃতের সংখ্যা প্রায় ১০০।”* সমর্থকদের দাঙ্গায় গুলিবিদ্ধ ও পদদলিত হয়ে এই প্রাণহানি ঘটে।  

অন্যদিকে, ইউরোপের জার্মানির চতুর্থ স্তরের লিগে কার্ল জেসিস জেনা ও বিএমজি চেমি লাইপজিগের ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৭৯ জন, যাদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা।  
লাইপজিগ সমর্থকদের স্বাগতিকদের গ্যালারিতে অনুপ্রবেশ এবং অগ্নিকুণ্ডলী নিক্ষেপকে দায়ী করেছে চেমি লাইপজিগ ক্লাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মরিচ স্প্রে ব্যবহার করে।  

এ ধরনের দাঙ্গা ফুটবলের ইতিহাসে নতুন নয়। এর আগে ২০২২ সালে ইন্দোনেশিয়ায় কানজুরুহান স্টেডিয়ামে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১২৫ জন। ২০০১ সালে ঘানার আক্রায় ওহেন জান স্টেডিয়ামে এমন ঘটনায় মারা গিয়েছিলেন ১২৬ জন।   
বিশ্বজুড়ে ফুটবল মাঠে এমন দাঙ্গা-হত্যাকাণ্ড রোধে কঠোর নিরাপত্তা এবং সমর্থকদের আচরণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।  

ফুটবলের প্রতি ভালোবাসা যেন সহিংসতায় রূপ না নেয়—এই আহ্বান সবার। 

বিজ্ঞাপন