রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৪৫ ৯ ফেব্রুয়ারী ২০২৫
রবিবার কটকের বারাবাতি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ইংলিশদের। তাই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জস বাটলার।
প্রথম ওয়ানডেতে ভারতের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহকে ছাড়াই ৬৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যাকফুটে ইংল্যান্ড। আজকের ম্যাচ হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে ভারত। তাই ব্যাট হাতে আজ মরিয়া হয়ে মাঠে নামতে হবে ইংলিশদের।
ইংল্যান্ড একাদশ:
ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
বিজ্ঞাপন