রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:৪৫ ২৭ জানুয়ারী ২০২৫
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর ব্রাজিলের পিএসজি মিডফিল্ডার মুসকার্ডো বলেছিলেন, "আমরা একটা ম্যাচ হেরেছি, টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি।" কথামতোই ঘুরে দাঁড়িয়েছে তরুণ সেলেসাওরা।
বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল। তবে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে উড়ন্ত ফর্মে কিছুটা ভাটা পড়তে দিয়েছে।
ব্রাজিলের হয়ে ম্যাচের ১৪ মিনিটে গোল করেন মুসকার্ডো। এরপর ২৮ মিনিটে ব্রিনো বাইডন ব্যবধান ২-০ করেন। তবে বলিভিয়া ৪৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে ব্যর্থ হয়।
অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে। ৩৩ মিনিটে গোল হজম করে আকাশি-সাদা জার্সিধারীরা। তবে ৩৬ মিনিটে ক্লদিও এচেভেরির শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনার এই পারফরম্যান্স টুর্নামেন্টের পরবর্তী ধাপে উত্তেজনা বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন