
জাতীয় দুর্যোগের মুহূর্তেও আত্মগোপনে ডা. সামন্ত লাল, কেন?
জাতীয় দুর্যোগের মুহূর্তে যখন দেশের শতাধিক মানুষ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন দেশের বার্ন চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের অনুপস্থিতি মানুষকে বিস্মিত করছে। যিনি নিজেই এই চিকিৎসা শাখার ভিত গড়ে তুলেছেন, যিনি বহু আন্তর্জাতিক প্রশংসা পেয়েছেন, সেই মানুষটিই এখন আত্মগোপনে! দেশের সবচেয়ে বড় বার্ন দুর্ঘটনার সময় তাকে কোথাও দেখা যাচ্ছে না। অথচ এমন মুহূর্তে তার উপস্থিতি ও নেতৃত্ব অনেক প্রাণ বাঁচাতে পারত।