রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৫১ ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর এক ঘণ্টা ব্যাট করে ভারত। তারপর ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত। তার মাঝেই নিজেদের শতরান পূর্ণ করে ফেলেছিলেন পান্ত ও শুভমান গিল। তারা জানতেন, রোহিত ডিক্লেয়ার করবেন। সেই কারণে খেলার ধরন বদল পাল্টে ফেলেছিলেন তারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দিয়েছিল ভারত। তার আগে ঋষভ পান্তদের কী বলেছিলেন রোহিত? ম্যাচ শেষে প্রকাশ্যে এলো সে ঘটনা। যত তাড়াতাড়ি সম্ভব খেলা শেষ করতে মরিয়া ছিলেন রোহিত শর্মা।
ম্যাচ শেষে পন্থ ফাঁস করেছেন রোহিতের পরিকল্পনা। তিনি বলেন, ‘আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন সাজঘরে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল, ‘এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো।’ তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। সেটা হয়নি।’
প্রথম ইনিংসে ৩৯ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন পান্ত। ৬৩২ দিন পরে টেস্টে ফিরে শতরান করেছেন তিনি। পান্তের খেলার প্রশংসা করেছেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। তার মাঝেও যে নিজেকে ঠিক রেখেছে সেটা এক কথায় অসাধারণ। ও আইপিএলে ফিরেছে। তারপরে বিশ্বকাপে ভালো খেলেছে। এ বার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে। আমরা জানি পান্ত ব্যাট হাতে ও উইকেটের পিছনে কী করতে পারে? আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। ওকে সময় দিয়েছিলাম। ও দলীপ ট্রফি খেলেছে। নিজেকে তৈরি করেছে। তারপরে জাতীয় দলে তা কাজে লাগিয়েছে।’
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। টপ অর্ডার রান না পেলেও ১১৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান করেন রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৫ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যশপ্রীত বুমরাহ নেন ৪টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। পান্ত ১০৯ ও শুভমন ১১৯ রান করেন। ৫১৫ রান তাড়া করতে নেমে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮২ রান। অশ্বিন ৬টি উইকেট নেন। ২৮০ রানে ম্যাচ জেতে ভারত।
বিজ্ঞাপন