বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ | ১০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০২:০০ ২৩ ডিসেম্বর ২০২৫
নড়াইলে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশন–এর ৯৪তম শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নড়াইলের রূপগঞ্জ বাজার মুচিপোল এলাকার শিকদার কমপ্লেক্সে নতুন এই শোরুমটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ এবং ইজি ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোহাম্মদ আশরাফুল।
ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরী–এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. রজিবুল বিশ্বাস, শিকদার কমপ্লেক্সের মালিক তোফায়েল শিকদার, বায়তুল মামুর মসজিদের ইমামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, “ইজি ফ্যাশনের যাত্রার শুরু থেকেই আমি এই পরিবারের সঙ্গে আছি। প্রতিটি শোরুমের উদ্বোধনে অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে। ইজি ফ্যাশন কর্তৃপক্ষ সব সময় কাস্টমারদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য সরবরাহের চেষ্টা করে আসছে।” তিনি আরও বলেন, “ইজি ফ্যাশন দিন দিন এগিয়ে যাচ্ছে। নড়াইলের এই ৯৪তম শোরুমটিও আগের ৯৩টি শোরুমের মতো সফল হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা সবাই দোয়া করবেন।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, চলতি বিপিএলে ইজি ফ্যাশন রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে এবং তিনি নিজেও ব্যাটিং কোচ হিসেবে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত আছেন। রংপুর রাইডার্স ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাপনী বক্তব্যে ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরী বলেন, “ঐতিহ্যবাহী নড়াইলে ইজি ফ্যাশনের ৯৪তম শাখার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত। আপনাদের সহযোগিতায় ইজি ফ্যাশন লিমিটেড আজ দেশব্যাপী একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। ভবিষ্যতেও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে ইজি ফ্যাশন লিমিটেডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নতুন শোরুমের মাধ্যমে নড়াইলবাসী আধুনিক ও মানসম্মত পোশাকের আরও ভালো সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
