রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৫৬ ১১ ফেব্রুয়ারী ২০২৫
স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই আরও জমিয়ে দিলো বার্সেলোনা। রোববার সেভিয়াকে ৪-১ গোলে পরাজিত করে কাতালানরা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়ালো ৫০, ৪৯ এবং ৪৮-এ। এতে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় সেভিয়ার ঘরের মাঠ রামন সানচেজ পিজহুয়ানে। সেভিয়া আটটি শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে পারলেও, বার্সেলোনা ছয়টি শট লক্ষ্যে রাখে। ম্যাচের সপ্তম মিনিটেই রবার্ট লেভানদোভস্কি দলের হয়ে গোল করেন, যার ফলে বার্সা এগিয়ে যায়। ইনিগো মার্তিনেজের ফিরে আসা এবং রাফিনহার দারুণ ক্রস থেকে লেভা গোলটি করেন।
সেভিয়ার একমাত্র গোলটি আসে ম্যাচের ১৫ মিনিট পর রুবেন ভার্গাসের পায়ে। তবে প্রথমার্ধ শেষে ১-১ সমতা বজায় থাকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ফেরমিন লোপেজ, এবং মাঠে ফিরে তিনি পেদ্রির ক্রস থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নেন।
পরবর্তীতে রাফিনহা ৫৫ মিনিটে দলের জন্য তৃতীয় গোলটি করেন। কিছু সময় পর বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয়, যখন জিব্রিলের ফাউলে রেফারি হলুদ কার্ড প্রদানের পর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) মাধ্যমে তাকে সরাসরি লাল কার্ড দেখান। তবে এই পরিবর্তনের পরেও বার্সেলোনা গোল করার ধারা বজায় রাখে এবং ম্যাচের এক মিনিট আগে এরিক গার্সিয়া দলের চতুর্থ গোলটি করেন।
এই জয় বার্সেলোনাকে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রাখে, যেখানে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে মাত্র ১ পয়েন্টের ব্যবধান রয়েছে। কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী বক্তৃতায় বলেন, "এই জয় আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। খেলোয়াড়েরা সাহসিকতা ও পরিপক্কতার সাথে খেলেছে।"
বিজ্ঞাপন