মেসির বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন ভারেলা!

মেসির বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন ভারেলা!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৯ ১২ ফেব্রুয়ারী ২০২৫

ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির মুখোমুখি হতে চান না অনেকেই, তবে আর্জেন্টাইন মিডফিল্ডার আলান ভারেলার কাছে এটি একটি বিশেষ সুযোগ হিসেবে ধরা দিয়েছে। মেসির বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন তিনি, এবং মনে করেন এটি তার ক্যারিয়ারের এক অভিজ্ঞান মুহূর্ত হতে চলেছে।

ফিফা ক্লাব বিশ্বকাপে ভারেলা পেতে যাচ্ছেন মেসিকে প্রতিপক্ষ হিসেবে। আগামী জুনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে একইসাথে পড়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি এবং ভারেলার পোর্তো। পোর্তো, মায়ামি, ব্রাজিলের পালমেইরাস এবং মিশরের আল আহলি—এই চারটি দল থাকছে গ্রুপে।

তিন মাস পর, ১৯ জুন, যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে মায়ামি এবং পোর্তোর মধ্যে এই চমকপ্রদ ম্যাচটি। এর মাধ্যমে ভারেলা পেতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসিকে প্রতিপক্ষ হিসেবে, এমনটাই জানিয়েছেন তিনি।

২৩ বছর বয়সী ভারেলা এখনও জাতীয় দলে অভিষেক পাননি। তবে, মেসির বিপক্ষে খেলতে পারা, তার জন্য গর্বের বিষয়। ফিফার ওয়েবসাইটে সাক্ষাৎকারে ভারেলা বলেন, “মেসির সঙ্গে খেলাটা বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড়, আশা করি সে এই ম্যাচে তার শ্রেষ্ঠতা প্রদর্শন করবে না। আমরা আমাদের সেরা ফুটবল উপহার দিয়ে, মায়ামিকে পরাস্ত করতে চাই।”

এখন পর্যন্ত চলতি মৌসুমে পোর্তোর নিয়মিত ফুটবলার ভারেলা ৩০টি ম্যাচ খেলেছেন, তবে গোলের দেখা পাননি। তবে তিনি তিনটি অ্যাসিস্ট করেছেন।

বিজ্ঞাপন