রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৮:৫২ ১০ ফেব্রুয়ারী ২০২৫
বার্সেলোনা সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগায় শিরোপার লড়াইয়ে ফেরার শুভ সূচনা করেছে। হানসি ফ্লিকের অধীনে সিজন শুরুতে দুর্দান্ত ছন্দে ছিল কাতালানরা। তবে লেগানেস, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস এবং গেটাফের বিপক্ষে হার বা ড্রয়ে শিরোপার আশা ক্ষীণ হয়ে পড়েছিল।
রোববার রাতের সেভিয়া ম্যাচে আবার নিজেদের পুরোনো শক্তি ফিরে পায় বার্সা। ম্যাচের শুরুতেই লেভানডভস্কির গোলে বার্সা ১-০ এগিয়ে যায়। তবে এক মিনিট পর ভার্গাস গোল শোধ করে সমতা এনে দেন সেভিয়াকে। কিন্তু দ্বিতীয়ার্ধে বার্সা তিন গোল করে বড় জয় নিশ্চিত করে।
৪৬ মিনিটে তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর ৫৫ মিনিটে রাফিনিয়া ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে এরকি গার্সিয়া বার্সার বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে ২৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৮, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ৪৯ এবং রিয়াল মাদ্রিদ ৫০ পয়েন্টে আছে। রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদের ড্রয়ের পর বার্সা আবার শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে।
এখন এক ম্যাচেই শিরোপার লড়াই আরো জমে উঠবে, এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো আরও চাপের মধ্যে পড়বে।
বিজ্ঞাপন