রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:০২ ১১ ফেব্রুয়ারী ২০২৫
ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দল। তবে এই দল ঘোষণা নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। এদিকে, নারী ফুটবল দলের সংকটও যেন বাড়ছে। ১৮ জন নারী ফুটবলার, যাদের মধ্যে ১৬ জনই সাফ জয়ী দলের সদস্য, কোচের সঙ্গে বিদ্রোহ করে অনুশীলন বয়কট করছেন। এ সংকট নিরসনে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও কোন কার্যকর সমাধান দিতে পারছেন না, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
পুরুষ দলের ৩৮ সদস্যের প্রাথমিক দলে কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে খেলেননি চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করা রহমতগঞ্জের ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন এবং বাংলাদেশ পুলিশের মিডফিল্ডার মানিক মোল্লা। তবে, কোনো ম্যাচ না খেলেও দলে রয়েছেন জামাল ভূঁইয়া, যার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া, তারিক কাজী, শেখ মোরসালিন এবং ফয়সাল আহমেদ ফাহিমের দলে সুযোগ পাওয়া নিয়েও বেশ কিছু আলোচনা তৈরি হয়েছে।
আগামী ২৫শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের প্রস্তুতি শুরু করবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তার আগে, তিনি ফুটবলারদের ফিটনেস রক্ষায় প্রিমিয়ার লীগের একটি রাউন্ড খেলার ব্যবস্থা করেছিলেন, যা বাফুফে কার্যকর করেছে।
এদিকে, চলতি মৌসুমে শুধু ৭৩ মিনিট খেলা মোরসালিন, ইনজুরির কারণে কেবল একটি ম্যাচ খেলা তারিক কাজী, এবং ফয়সাল আহমেদ ফাহিমের পারফরম্যান্সও প্রশ্নবিদ্ধ। তাদের দলে অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে, নতুন মুখ হিসেবে কাবরেরার ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করে দলে স্থান পেয়েছেন।
এই পরিস্থিতিতে, ফুটবলপ্রেমীদের মনে কাবরেরার দল নিয়ে বেশ কিছু সংশয় সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন