৪ লাল কার্ডের রোমাঞ্চ: এভারটনের রুখে দিলো লিভারপুল!

৪ লাল কার্ডের রোমাঞ্চ: এভারটনের রুখে দিলো লিভারপুল!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯ ১৩ ফেব্রুয়ারী ২০২৫

মার্সিসাইড ডার্বির উত্তাপ এবার যেন ছাপিয়ে গেলো সবকিছু! এভারটনের মাঠে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল, কিন্তু আলোচনার কেন্দ্রে চারটি লাল কার্ড ও ম্যাচ শেষে বিশৃঙ্খলা!

"গোডিসন পার্কে শুরু থেকেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। মাত্র ১১ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন বেতো। তবে লিভারপুল ঘুরে দাঁড়ায় দ্রুতই, ১৬তম মিনিটে সালাহর অ্যাসিস্ট থেকে গোল করেন ম্যাক আলিস্টার। বিরতির পরও ম্যাচ জমে ওঠে। ৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল, আর এবারও নায়ক সালাহ! মৌসুমে এটি তার ২২তম গোল।

কিন্তু লিভারপুলের জয় নিশ্চিত হওয়ার আগেই নাটকীয় মুহূর্ত! শেষ মুহূর্তে তারকোফস্কির গোলে সমতা ফেরায় এভারটন, আর এরপরই ঘটে বিশৃঙ্খলা! দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে হাতাহাতি, রেফারির সঙ্গে তর্ক। ফলাফল—ম্যাচে মোট চারটি লাল কার্ড!"

"ড্র করেও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৭, দুই নম্বরে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। আর এভারটন রয়েছে ১৫তম স্থানে, ২৭ পয়েন্ট নিয়ে। তবে এই ম্যাচের উত্তেজনা ও চার লাল কার্ডের ঘটনাই ফুটবলপ্রেমীদের মনে থাকবে অনেকদিন!"

বিজ্ঞাপন