অমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ!

অমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২৮ ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ সকালেই দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয় শিরোপা নির্ধারণের সমীকরণ নিয়ে। গ্রুপ পর্বে ৬–০ গোলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ফেবারিট হিসেবে বিবেচিত হলেও, ব্রাজিল এই ম্যাচে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল।

প্রথমার্ধে আর্জেন্টিনার দাপটে ব্রাজিলের একেবারেই ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না। তবে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১–০ গোলে এগিয়ে দেন ক্লদিও এচেভেরি। বিরতির পর ব্রাজিল বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৭৮ মিনিটে রায়ানের গোলে সমতা আনে।

তবে এরপর আর কোনো দলই জয় পেতে পারেনি। ম্যাচ শেষ হয় ১–১ ড্রয়ে। ব্রাজিলের পয়েন্ট এখন ১০, আর আর্জেন্টিনার পয়েন্টও ১০, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনা প্যারাগুয়ের বিরুদ্ধে। যদি দুটি দলই সমান পয়েন্টে থেকে যায়, তবে শিরোপা নির্ধারিত হবে গোল ব্যবধানে।

শেষ দিকে মাঠে বেশ উত্তেজনা ছড়ায়, একাধিক সংঘর্ষে রেফারি ৮টি হলুদ কার্ড দেন।

এই ম্যাচের ফলাফল শিরোপার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে!

বিজ্ঞাপন