• শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ | ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে গ্রীন ভয়েসের পেরেক উত্তোলন অভিযান

ইবিতে গ্রীন ভয়েসের পেরেক উত্তোলন অভিযান

তানিম তানভীর: কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
তানিম তানভীর: কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৩ ১৩ জানুয়ারী ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে গাছ থেকে পেরেক উত্তোলন অভিযান চালিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। সোমবার (১২জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সংগঠনটি।

এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের নেতৃত্বে বিভিন্ন গাছে ব্যানার-ফেস্টুন স্থাপনে ব্যবহৃত কাটা ও পেরেক উত্তোলন করে সংগঠনটির সদস্যবৃন্দ। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।

সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন “আমরা মানুষ হয়ে ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/